জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহম শাহজাহান কবির খান:: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আমি আপনাদেরকে দেখতে এসেছি এবং আপনাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে জৈন্তাপুরে ছুটে এসেছি। প্রধানমন্ত্রী যে পরিমান ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন তা সুষ্ঠুভাবে বন্টন হয়েছে কি না- তা খতিয়ে দেখতে হবে। এ ব্যাপারে কোন অনিয়ম দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। যত দিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে ততদিন আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। বন্যার পানিতে রাস্তা-ঘাট ভেঙে যাওয়ার বিষয়ে মন্ত্রী আরও বলেন, যে সকল রাস্তা-ঘাট নষ্ট হয়েছে তা দ্রুত সময়ে সংস্কার করাই হচ্ছে সরকারের দায়িত্ব। পানি কমে যাওয়ার সাথে সাথে রাস্তা, কালভার্ট, ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্টান, মসজিদসহ সকল ক্ষেত্রে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। কৃষকদের হালি চারা ও ধান নষ্ট হওয়াতে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধন, তাই আপনাদের যা হওয়ার তা হয়ে গেছে। এখন থেকে আগামী দিনের জন্য প্রস্তুতি নেন, আমরা কৃষি উপকরণ থে...
All news of Jaintapur and Sylhet.