Skip to main content

জৈন্তাপুরে বন্যার পরিস্থিতির অবনতি, পানিবন্দি লক্ষাধিক মানুষ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পরেছেন। নতুন করে প্লাবিত হয়েছে দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউপির বিভিন্ন গ্রাম।

শাহজাহান কবির খানঃ মঙ্গলবার (১৭ মে) সরেজমিনে দরবস্ত ফতেপুর চিকনাগুল ও জৈন্তাপুর ইউপি ঘুরে নাজমুল ইসলাম, হাফিজ, রফিক আহমদ, বুরহান উদ্দিন, করিম মিয়া, সুলেমান মিয়াসহ অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে তারা পানিবন্দি হয়ে পড়েছেন। অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে এবারের বন্যা। নিজপাট ইউপির বিভিন্ন গ্রামে পানি কমলেও উপজেলার নিম্নাঞ্চল জৈন্তাপুর ইউপি'র চাতলারপাড়, ডুলটিরপাড়, খারুবিল, লক্ষিপুর, বিড়াখাই, হাটিরগ্রাম, ভিত্রিখেল, ববরবন্দ, গাতিগ্রাম, নিজপাট ইউপির ফুলবাড়ী, ডিবির হাওর, লক্ষীপ্রসাদ হাওর, দিগারাইল, চারিকাটা থুবাং, রামপ্রসাদ, নয়াগাতি, মাদার মোকাম, দরবস্ত ইউপি'র গর্দনা, কাঞ্জর, চাল্লাইন, সেনগ্রাম, মুটগুঞ্জা, নয়াবাজার, ফরফরা, তেলীজুর, শুকইনপুর, লামা ডেমা, ছাতারখাই, মানিকপাড়া, মহাইল, লামা মহাইল, ফতেপুর ইউপির হেমু, হাউদপাড়া, বালিপাড়া, জুহাইরটুক, মাঝেরটুক, লামা শ্যামপুর ও চিকনাগুল ইউপির কহারগড়সহ ৬টি ইউনিয়নের শতকরা ৮০ ভাগ গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে।


এদিকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে উঁচু স্থানে গৃহপালিত পশু গরু-মহিষ নিয়ে ছুটছেন বন্যা কবলিত গ্রামবাসীরা। সমস্যা সমাধানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অঞ্চলে অবস্থিত সব প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বন্যা কবলিতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে। বন্যা পরিস্থিতি ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও ইউপি চেয়ারম্যানরা জানান, আমরা বন্যায় প্লাবিত এলাকা গুলোর খোঁজ খরব রাখছি এবং বন্যা কবলিত পরিবারদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছি। এছাড়া বন্যাকবলিতদের সর্তকবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। যেকোনো দুর্ঘটনার খবর এলে তাদেরকে উদ্ধারে জরুরি নৌযান প্রস্তুত রাখা হয়েছে

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব:) শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠান

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি বছরে অবসর গ্রহন করা মোট ৩১ জন প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকাগণের সম্মানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।  (১১ মে-২০২৪ খ্রি:) শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তন...

জৈন্তাপুরে ডিআই পিক-আপের চাপায় পথচারী নিহত

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg_gcnJPIHyc0cgB_Re5IvbVOZBi9yPeJqRxJc8nQj_lPqGLygw1rqNQ6tvYG6SBi3C6FCvruorXBwglCjiVhtkRarKIcRk_cLoEP0OvMw75e1mSI3ln8CuNY-X2_wyOxpvBidommFeFIYXHCDvG6AGWLy3nqWi4BLmktKMXX6lFjERr0Lr7rcONH0m4pQ/s1600/inbound835931863065206393.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg_gcnJPIHyc0cgB_Re5IvbVOZBi9yPeJqRxJc8nQj_lPqGLygw1rqNQ6tvYG6SBi3C6FCvruorXBwglCjiVhtkRarKIcRk_cLoEP0OvMw75e1mSI3ln8CuNY-X2_wyOxpvBidommFeFIYXHCDvG6AGWLy3nqWi4BLmktKMXX6lFjERr0Lr7rcONH0m4pQ/s1600/inbound835931863065206393.jpg শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস : জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার ( ১৯শে মার্চ) সন্ধ্যা ৮ ঘটিকায় সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের হযরত শাহজালাল (রহ:) কলেজের গেইটের সামনে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ আরো জানায় নিহত হওয়া মানসিক ভারসাম্যহীন। কিছুদিন যাবৎ কলেজগেট সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে অবস্থান করে আসছিলো। তার কোন পরিচয় পাওয়া যায় নি। মঙ্গলবার ...

জৈন্তাপুরে ৫শ ১০ বোতল ভারতীয় মাদক সহ পুলিশ এক নারী-কে আটক করেছে

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2jPcB5ggLbyJx907FkZlarv6FP6nlDWX5XyovfMoBO8uGlFW5YiCSeJfRb6BYlx6vy3XrHGT1zD8I0Wvc22PIo4HsHN1AjNVjj2jFjta94DrkE60P2I_OXNElxT1bl-Tk1kTVMT-QK45qhUypcb1u1o_GwmDvGk4TIJqouEkjxfpauSjseyPeLOSEh9nh/s1152/inbound6742889320415514070.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2jPcB5ggLbyJx907FkZlarv6FP6nlDWX5XyovfMoBO8uGlFW5YiCSeJfRb6BYlx6vy3XrHGT1zD8I0Wvc22PIo4HsHN1AjNVjj2jFjta94DrkE60P2I_OXNElxT1bl-Tk1kTVMT-QK45qhUypcb1u1o_GwmDvGk4TIJqouEkjxfpauSjseyPeLOSEh9nh/s1152/inbound6742889320415514070.jpg শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস সংবাদঃ জৈন্তাপুর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক নারী-কে আটক করেছে পুলিশ।  আটককৃত নারীর নাম শাহানা বেগম (৩৮)। সে উপজেলার  জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী ।জানা গেছে, বৃহস্পতিবার (২৩ শে মে) রাত ১১টায় দিকে বিরাইমারা জামে মসজিদের বিপরীতে সিলেট তামাবিল;জাফলং মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ এসব মাদ...