Skip to main content

আলোকিত মানুষ ও সমৃদ্ধশালী জৈন্তাপুর বির্নিমানে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফ্ফার চৌধুরী খসরু‘র ভূমিকা প্রশংসতি

মো: শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকে  : যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গফ্ফার চৌধুরী খসরু অবহেলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে তিনি আলোকিত মানুষ ও সমৃদ্ধশালী জৈন্তা


পুর বির্নিমানে এক অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় তারঁ ব্যাপক অবদান রয়েছে। সমাজের অসহায় হতদারিদ্র মানুষের কল্যাণে তিনি নিরলস ভাবে কাজ করছেন। একজন শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে পুরো উপজেলা জুড়ে রয়েছে তারঁ সুনাম। সম্প্রতি জৈন্তাপুর প্রবাসী গ্রুপের মাধ্যামে এই উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে তিনি বিশেষ ভূমিকা রাখছেন। জনগনের প্রয়োজনে ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে আব্দুল গফফার চৌধুরী খসরু জৈন্তাপুরে আগামী উপজেলা পরিষদ নিবার্চনে তিনি অংশ গ্রহন করবেন জানাগেছে।

জন্ম: আব্দুল গফফার চৌধুরী খসরু-১৯৬২ সালের ২ জানুয়ারী জৈন্তাপুর উপজেলার দরবস্তে জন্ম গ্রহন করেন। তারঁ পিতা ডা: আব্দুর রশিদ চৌধুরী, মাতা রাবেয়া খাতুন। ৫ ভাই ৩ বোনের মধ্যে তিনি ৩য় । 

শিক্ষা জীবন: শিক্ষা জীবন শুরু হয় দরবস্ত পাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ১৯৭৮ সালে সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল থেকে এস,এস,সি পাশ করেন। ১৯৮০ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচ,এস,সি পাশ করেন। একই কলেজ থেকে অনার্স ফাইনাল পরীক্ষা সম্পন্ন করার আগেই তিনি ১৯৮৪ সালে ফরিদপুর মেডিকেল কলেজ-এ  ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। 

রাজনৈতিক জীবন: কলেজ জীবনে তিনি সক্রিয় ভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৮৩-৮৪ সালে তিনি জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ সহ বাংলাদেশে অবস্থান কালে বিভিন্ন সামাজি ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ১৯৮৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান । সেখানে অবস্থন করে তিনি বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িয়ে যান। ১৯৯৪ সালে আমেরিকায় জালালাবাদ এনএফ সংগঠনের সাধারন সম্পাদক ও পরবর্তী সময়ে তিনি সহ-সভাপতি নিবার্চিত হন। 

শিক্ষা ও সামাজিক উন্নয়ন: আব্দুল গফাফার চৌধুরী খসরু বহু শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য হিসাবে হয়েছেন। তিনি দরবস্ত খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সেন্ট্রাল জৈন্তা হাইস্কুলের দাতা সদস্য। তিনি নিউইয়র্কে ব্রংকস-অবস্থিত বাংলাদেশ সোসাইটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি সেখানকার রোটারী ক্লাব অব সেন্ট্রাল ব্রংকস নিউইয়র্কে-এর প্রেসিডেন্ট। তিনিই একমাত্র বাঙ্গালি ২০১১ সালে কমিউনিটি বোর্ড-নাইন-সিটি অব নিউইয়র্কে-এর মেম্বার নিবার্চিত হয়েছিলেন। 

পিছিয়ে পড়া জৈন্তাপুর উপজেলায় তার অবদান: জৈন্তাপুর উপজেলার উন্নয়নে তারঁ অনেকটা অবদান রয়েছে। তিনি দেশে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক উন্নয়ন মুলক কাজে জড়িত থাকেন। তিনি ইমরান আহমদ মহিলা কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রমজান রুপজান একাডেমি, বাগেরখাল, হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়, হরিপুর বহুমূখি উচ্চ বিদ্যালয়, আমীনা হেলালী টেকনিক্যাল স্কুল, চারিকাটা উচ্চ বিদ্যালয়, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুল, পাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিছনাটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মানিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দরবস্ত সিকন্দর আলী  মেমোরিয়াল কিন্ডার গাটেন স্কুল, দারুল হাদিস মদিনাতুল উলুম খরিুলহাট মাদ্রাসা, দারুস সুন্নাহ  ছাত্তারখাই ক্বওমী মাদ্রাসা, দারুল কুরআন খাজার মোকাম মাদ্রাসা, খরিল নেজামুল উলুম চাক্তা ফাযিল মাদ্রাসা, দরবস্ত জামেয়া ইসলামীয়া মাদ্রাসা, মাদরাসতুল উলুম হরিপুর মাদ্রাসা, বাগেরখাল কামরুল ইসলাম মুহিউসসুন্নাহ মাদ্রাসা, বনপাড়া খেড়িগুল  মাদানিয়া মাদ্রাসা, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসা, আশরাফুল উলুম নিজপাট মাদ্রাসা, নুরে মদিনা বিরাইমারা মাদ্রাসা, মাঈনুল ইসলাম লামা শ্যামপুর মাদ্রাসা, দারুল উলুম হেমু মাদ্রাসা, মাদরাসাতুল উলুম হরিপুর বাজার মাদ্রাসা, রওজাতুল উসলাম চাক্তা ক্বওমী মাদ্রাসায় তারঁ সহযোগিতা রয়েছে। 

তিনি ব্যক্তিগত ও পরিবারের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক মসজিদ নিমার্ণ করে দিয়েছেন। তার মধ্যে উল্লেখ যোগ্য চারিকাটা বনপাড়া যাদুবাড়ি জামে মসজিদ,চারিকাটা বড়গুল জামে মসজিদ, চারিকাটা কুমারপাড়া জামে মসজিদ রয়েছে। এছাড়াও উপজেলার আর অনেক এলাকায় মসজিদ নিমার্ণ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবনে আব্দুল গফ্ফার চৌধুরী খসরু বিবাহিত, দুই পুত্র এক কন্যা সন্তানের জনক। তারঁ পরিবারের সদস্যদের মধ্যে সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এবং সমাজ কল্যাণ মুলক কাজে জড়িত রয়েছেন।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব:) শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠান

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি বছরে অবসর গ্রহন করা মোট ৩১ জন প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকাগণের সম্মানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।  (১১ মে-২০২৪ খ্রি:) শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তন...

জৈন্তাপুরে ডিআই পিক-আপের চাপায় পথচারী নিহত

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg_gcnJPIHyc0cgB_Re5IvbVOZBi9yPeJqRxJc8nQj_lPqGLygw1rqNQ6tvYG6SBi3C6FCvruorXBwglCjiVhtkRarKIcRk_cLoEP0OvMw75e1mSI3ln8CuNY-X2_wyOxpvBidommFeFIYXHCDvG6AGWLy3nqWi4BLmktKMXX6lFjERr0Lr7rcONH0m4pQ/s1600/inbound835931863065206393.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg_gcnJPIHyc0cgB_Re5IvbVOZBi9yPeJqRxJc8nQj_lPqGLygw1rqNQ6tvYG6SBi3C6FCvruorXBwglCjiVhtkRarKIcRk_cLoEP0OvMw75e1mSI3ln8CuNY-X2_wyOxpvBidommFeFIYXHCDvG6AGWLy3nqWi4BLmktKMXX6lFjERr0Lr7rcONH0m4pQ/s1600/inbound835931863065206393.jpg শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস : জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার ( ১৯শে মার্চ) সন্ধ্যা ৮ ঘটিকায় সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের হযরত শাহজালাল (রহ:) কলেজের গেইটের সামনে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ আরো জানায় নিহত হওয়া মানসিক ভারসাম্যহীন। কিছুদিন যাবৎ কলেজগেট সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে অবস্থান করে আসছিলো। তার কোন পরিচয় পাওয়া যায় নি। মঙ্গলবার ...

জৈন্তাপুরে ৫শ ১০ বোতল ভারতীয় মাদক সহ পুলিশ এক নারী-কে আটক করেছে

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2jPcB5ggLbyJx907FkZlarv6FP6nlDWX5XyovfMoBO8uGlFW5YiCSeJfRb6BYlx6vy3XrHGT1zD8I0Wvc22PIo4HsHN1AjNVjj2jFjta94DrkE60P2I_OXNElxT1bl-Tk1kTVMT-QK45qhUypcb1u1o_GwmDvGk4TIJqouEkjxfpauSjseyPeLOSEh9nh/s1152/inbound6742889320415514070.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2jPcB5ggLbyJx907FkZlarv6FP6nlDWX5XyovfMoBO8uGlFW5YiCSeJfRb6BYlx6vy3XrHGT1zD8I0Wvc22PIo4HsHN1AjNVjj2jFjta94DrkE60P2I_OXNElxT1bl-Tk1kTVMT-QK45qhUypcb1u1o_GwmDvGk4TIJqouEkjxfpauSjseyPeLOSEh9nh/s1152/inbound6742889320415514070.jpg শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস সংবাদঃ জৈন্তাপুর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক নারী-কে আটক করেছে পুলিশ।  আটককৃত নারীর নাম শাহানা বেগম (৩৮)। সে উপজেলার  জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী ।জানা গেছে, বৃহস্পতিবার (২৩ শে মে) রাত ১১টায় দিকে বিরাইমারা জামে মসজিদের বিপরীতে সিলেট তামাবিল;জাফলং মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ এসব মাদ...