জৈন্তা এক্সপ্রেসঃঃ
জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ডিবির হাওর, কেন্দ্রী্গ্রাম,ঘিলাতৈল,ফুলবাড়ি,বিরাইমারা এলাকায় বসবাসরত বন্যা দূর্গত পানি বন্ধি অসহায় মানুষের মধ্যে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি'র উদ্যােগে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
গত ২৪ জুন শুক্রবার সকালে নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের শাপলা বিল সংলগ্ন এলাকায় এসব ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
বিজিবি'র পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র উত্তর-পূর্ব- রিজিয়ন (সরাইল)'র ডেপুটি কমান্ডার কর্ণেল কাজী শামীম হাসান পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ৪৮ বিজিবি'র শ্রীপুর সীমান্ত ফাঁড়ির ক্যাম্পানী কমান্ডার সুবেদার মো: ইউনুছ মিয়া, ডিবির হাওর বিজিবি'র ক্যাম্প কমান্ডার নায়েক গিয়াস আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)'র সদস্যরা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বিজিবি'র পক্ষ থেকে অত্র এলাকার বন্যার্ত অন্তত ৩শত লোকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রি'র মধ্যে ছিল চাল,চিনি,ডাল,সয়াবিল তৈল, সাবান, পিয়াজ ও বিশুদ্ধ পানি ইত্যাদি।
এসময় বিজিবি উত্তর-পূর্ব- রিজিয়ন (সরাইল)'র ডেপুটি কমান্ডার কর্ণেল কাজী শামীম হাসান বলেন, সিলেটের ভয়াবহ বন্যার এই দূর্যোগ কালীন সময়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) পানি বন্ধি অসহায় বন্যা দূর্গত এলাকার মানুষের পাশে রয়েছে।
এই মূহুর্তে আমাদের সকলের উচিত সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো। বন্যার পর থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র সদস্যরা পানি বন্ধি লোকজন কে উদ্বার ও ব্যক্তিগত উদ্যােগে ত্রাণ সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমাদের বিজিবি'র সদস্যদের তাদের নিজের রেশনের অংশ থেকে বন্যা দূর্গত দূর্গম এলাকার মানুষের জন্য সামর্থ অনুয়াী খাদ্য সহায়তা বিতরণ করছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব বন্যা পরবর্তী পুনরবাসন কাজে সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের বসতবাড়ি মেরামত কাজে সহযোগিতা করতে।
এদিকে জৈন্তাপুরে সদরে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) সিলেট
সেক্টর'র ত্রাণ বিতরণ
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র ব্যবস্থাপনায় সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বন্যা কবলিত দুস্থ ও অসহায় জনসাধারণকে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।
গত ২৪ জুন শুক্রবার সকালে উপজেলা সদরের লামনীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি,গৌরিসংকর,
বাইরাখেল,হর্নিগ্রাম,কালীঞ্জীবাড়ি এলাকার বন্যার্ত মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রি বিতরন করা হয়েছে।
সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বর্ডার গার্ড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান বিজিবি পরিবারের বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমূখী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এছাড়াও জাতীয় যে কোন দুর্যোগে এই সংস্থাটি দেশের আপামর জনগণের জন্য সাহায্য ও সহযোগিতা করে থাকে। এরই ধারাবাহিকতায় সীপকস বর্তমানে সিলেট ও সুনামগঞ্জের বানভাসী মানুষের অসহায়ত্ব ও দুর্যোগের কারণে দুর্গতদের সেবায় এগিয়ে এসেছে। শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), সরাইল এর অধীন'র সকল উপ-শাখা, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স)পক্ষ থেকে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), সিলেট এর তত্ত্ববধানে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রধান কার্যালয়, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, ঢাকা এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক এর নির্দেশনা মোতাবেক সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তের দূর্গম এলাকায় বসবাসকারী বন্যা দূর্গত ৪শত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১৯ বিজিবি'র উপ-অধিনয়াক মেজর মো: হাসান আরাফাত,স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির খান, সাইফুল ইসলাম,মনসুর আহমদ,ফখরুল ইসলাম সহ লালাখাল ও জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ি বিজিবি'র সদস্যগণ এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি সিলেটের সকল নেতৃবৃন্দ।
সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বর্ডার গার্ড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান বিজিবি পরিবারের বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমূখী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এছাড়াও জাতীয় যে কোন দুর্যোগে এ সংস্থাটি দেশের আপামর জনগণের জন্য সাহায্য ও সহযোগিতা করে থাকে। এরই ধারাবাহিকতায় সীপকস বর্তমানে সিলেট ও সুনামগঞ্জের বানভাসী মানুষের অসহায়ত্ব ও দুর্যোগের কারণে দুর্গতদের সেবায় এগিয়ে এসেছে।
Comments
Post a Comment