Skip to main content

জৈন্তাপুরে ৫শ ১০ বোতল ভারতীয় মাদক সহ পুলিশ এক নারী-কে আটক করেছে

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2jPcB5ggLbyJx907FkZlarv6FP6nlDWX5XyovfMoBO8uGlFW5YiCSeJfRb6BYlx6vy3XrHGT1zD8I0Wvc22PIo4HsHN1AjNVjj2jFjta94DrkE60P2I_OXNElxT1bl-Tk1kTVMT-QK45qhUypcb1u1o_GwmDvGk4TIJqouEkjxfpauSjseyPeLOSEh9nh/s1152/inbound6742889320415514070.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2jPcB5ggLbyJx907FkZlarv6FP6nlDWX5XyovfMoBO8uGlFW5YiCSeJfRb6BYlx6vy3XrHGT1zD8I0Wvc22PIo4HsHN1AjNVjj2jFjta94DrkE60P2I_OXNElxT1bl-Tk1kTVMT-QK45qhUypcb1u1o_GwmDvGk4TIJqouEkjxfpauSjseyPeLOSEh9nh/s1152/inbound6742889320415514070.jpg

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস সংবাদঃ
জৈন্তাপুর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক নারী-কে আটক করেছে পুলিশ।  আটককৃত নারীর নাম শাহানা বেগম (৩৮)। সে উপজেলার  জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী ।জানা গেছে, বৃহস্পতিবার (২৩ শে মে) রাত ১১টায় দিকে বিরাইমারা জামে মসজিদের বিপরীতে সিলেট তামাবিল;জাফলং মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ এসব মাদক আটক করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শাহিদ মিয়ার নেতৃত্বে, উপ পরিদর্শক মুহিবর রহমান, সহকারী উপ-পরিদর্শক দীপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স এই অভিযান পরিচালনা করেন।অভিযান কালেন দুই'টি বস্তা ভর্তি ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ফেনসিডিল পাচার কাজে জড়িত  শাহানা বেগমকে আটক করা হয়েছে।অভিযানে শাহানা বেগমের সহযোগী তার ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আটক করা ফেনসিডিল গুলোর আনুমানিক বাজারমূল্য অন্তত ৬ লক্ষ ১২ হাজার টাকা বলে বিষয়'টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) মোহাম্মদ আল-আমিন। তিনি বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইজন নামীয় ও দুইজন অজ্ঞাত সহ চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে। আটককৃত শাহানা-কে

শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...