https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg_gcnJPIHyc0cgB_Re5IvbVOZBi9yPeJqRxJc8nQj_lPqGLygw1rqNQ6tvYG6SBi3C6FCvruorXBwglCjiVhtkRarKIcRk_cLoEP0OvMw75e1mSI3ln8CuNY-X2_wyOxpvBidommFeFIYXHCDvG6AGWLy3nqWi4BLmktKMXX6lFjERr0Lr7rcONH0m4pQ/s1600/inbound835931863065206393.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg_gcnJPIHyc0cgB_Re5IvbVOZBi9yPeJqRxJc8nQj_lPqGLygw1rqNQ6tvYG6SBi3C6FCvruorXBwglCjiVhtkRarKIcRk_cLoEP0OvMw75e1mSI3ln8CuNY-X2_wyOxpvBidommFeFIYXHCDvG6AGWLy3nqWi4BLmktKMXX6lFjERr0Lr7rcONH0m4pQ/s1600/inbound835931863065206393.jpg
শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন।
মঙ্গলবার ( ১৯শে মার্চ) সন্ধ্যা ৮ ঘটিকায় সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের হযরত শাহজালাল (রহ:) কলেজের গেইটের সামনে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ আরো জানায় নিহত হওয়া মানসিক ভারসাম্যহীন। কিছুদিন যাবৎ কলেজগেট সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে অবস্থান করে আসছিলো। তার কোন পরিচয় পাওয়া যায় নি।
মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ডিআই পিকআপ তাকে ধাক্কা মেরে চলে যায়। এ সময় নিহত ব্যাক্তি ৮/১০ ফুট দূরে ছিটকে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম( পিপিএম)।তিনি বলেন পিকআপ গাড়ীটি নিহত ব্যাক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায় তা আটক করা সম্ভব হয় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত দূর্ঘটনাটাস্থলে হাইওয়ে পুলিশ সুরাতাহাল প্রতিবেদন তৈরি করছে।
Comments
Post a Comment