#তামাবিল #আমদানীকারক #সিন্ডিকেট #গ্রুপ #ঐক্য #পরিষদ #ইফতার #মাহফিল সিলেটের তামাবিল স্থলবন্দর আমদানীকারক ব্যবসায়ী ঐক্য পরিষদ আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানে তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ এপ্রিল সোমবার বিকেলে তামাবিল স্থলবন্দর জামে মসজিদ প্রাঙ্গনে এই ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত সকল ব্যবসায়ী-কে ধন্যবাদ জানান তামাবিল আমদানীকারক ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম রাসেল। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের অর্থ সম্পাদক আব্দুল আহাদ, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমূখি সমবায় ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ব্যবসায়ী মো: জাকির হোসেন মানিক, স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, ব্যবসায়ী রুবেল আহমদ, তামাবিল শ্রমিক টেড ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বাচ্ছু, ব্যবসায়ী রফিকুল ইসলাম,তামাবিল আমদানীকারক ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন, শফিকুল ইস...
All news of Jaintapur and Sylhet.