Skip to main content

Posts

Showing posts from March, 2023

জৈন্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।  ২৬ মার্চ রোববার জৈন্তাপুর রাজবাড়ি খেলার মাঠে সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী,জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক,চিকনাগুল ইউনিয়ন পরিষদদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফি...

সীমান্তে অবৈধ ব্যবসা-বাণিজ্য ও চোরাচালান বন্ধে বিজিবি সহ স্থানীয় বাসিন্ধাগণের সচেতনতা

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুর সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ ব্যবসা-বাণিজ্য বন্ধ ও চোরাচালান প্রতিরোধ কাজে বিজিবি সহ স্থানীয় বাসিন্দাগণ-কে আরও এগিয়ে আসতে হবে। জন সচেতনতার মাধ্যমে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধ করতে হবে। সীমান্ত সু-রক্ষা বাহিনী বিজিবি সহ প্রশাসনের সম্মিলিত প্রেচষ্টার মাধ্যমে জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে চলা অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধের উদ্যাগে গ্রহন করা প্রয়োজন। গত ১৩ মার্চ সোমবার বিকেল ৪টায় জৈন্তাপুর সীমান্তের কেন্দ্রী হাওর গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত সু-রক্ষা ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত এক সূধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম।  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রিপা মনি দেবী, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মকবুল হোসেন,মিনাটিলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সালা...

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং বিবিধ

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ সোমবার উপজেলা পরিষদ হলরুমে  পৃথক এসব সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটি ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জমান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী র...

জৈন্তাপুরে স্কুলছাত্রী ধর্ষণ জনতার হাতে দপ্তরী (পিয়ন) আটক

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের পশ্চিম সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কর্তৃক ৫ম শ্রেনীর এক ছাত্রী কে ধর্ষণের চেষ্টার ঘটনায় স্থানীয় জনতা স্কুলের দপ্তরীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। গত ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, কয়েকদিন থেকে  সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পশ্চিম সরুখেল গ্রামের মনই চন্দ্রের ছেলে রিপন চন্দ্র (৪০) ৫ম শ্রেনীর এই ছাত্রীকে উত্তাক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে এই ছাত্রীকে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে শারিরীক নির্যাতন করে। ঘটনার বিষয়ে ভিকটিম ছাত্রী তার পরিবারের সদস্যদের অবগত করে। পরিবারের সদস্যরা প্রধান শিক্ষক সহ দপ্তরীর পরিবারকে  জানালে কোন সুরাহা হয়নি। এলাকাবাসী ঘটনা জানার পর ক্ষেব্ধু হয়ে বিদ্যালয়ে ছুটে আসেন এবং দপ্তরী রিপন চন্দ্র (৪০) আটক করে রাখেন ।ঘটনার খবর পেয়ে চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস ও মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ে ছুটে যান। পুলিশ স্থানীয় জনতার সাথে ঘট...