সিলেটের উত্তর-পূর্ব অঞ্চলে বন্যা পূর্ব ও পরবর্তী প্রতিরোধে জাতীয় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ সিলেটের উত্তর-পূর্ব অঞ্চলে বন্যা পূর্ব ও পরবর্তী সময়ে প্রতিরোধ কাজে জাতীয় গণমাধ্যমের ভূমিকায় তৃণমুল পর্যায়ে সাংবাদিকদের চ্যালেঞ্জ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। সভায় বক্তারা বলেন,সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট,কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যার কারন অনুসন্ধানে গবেষনা কাজ বাস্তবায়ন করা সময়ে দাবী ছিল। সরকারের তথ্য মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বন্যা পূর্ব ও পরবর্তী উত্তরণের বিষয়ে গবেষনা কাজ বাস্তবায়ন করে স্থায়ী ভাবে সমাধাণ করার প্রস্তাব তুলে ধরা হয়। বিশেষ করে নদী-নালা-খাল-বিল খনন, পরিকল্পিত ভাবে কাজ করা প্রয়োজন। এবিশয়ে গণমাধ্যমে আগাম বন্যার খবর প্রকাশিত হলে জনগণ আত্মরক্ষা এবং বন্যার হাত থেকে জান মালের নিরাপত্তা করা অনেকটা সম্ভব হবে। উপজেলার বন্যা আশ্রয়ন কেন্দ্র স্থাপন এবং স্থানীয় ভাবে বন্যা বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্...