Skip to main content

জৈন্তাপুর সদরে দূর্গাপুজা উপলক্ষে সীমান্ত এলাকার (১৯ বিজিবি)'র মতবিনিময় সভা অনুষ্ঠি

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitqtZMlLeHxnOxB1vkvkCFYRQ7-gSxHqzbYM8kPcFOtOORy6n230Uiqa_tD-UfcIroPP0XeXK3_85W8nHzVGEJmRCnNyFGyvfFYaLcbndrNYTlV8-5G1EvicjOKNVXAxyIHTjSsMeT69n5LNwMbyNrdbghoeA3kRtaxjYAVXZDabJLPoWpIc5gfcMmg-n2/s4080/inbound10120104897427997.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitqtZMlLeHxnOxB1vkvkCFYRQ7-gSxHqzbYM8kPcFOtOORy6n230Uiqa_tD-UfcIroPP0XeXK3_85W8nHzVGEJmRCnNyFGyvfFYaLcbndrNYTlV8-5G1EvicjOKNVXAxyIHTjSsMeT69n5LNwMbyNrdbghoeA3kRtaxjYAVXZDabJLPoWpIc5gfcMmg-n2/s4080/inbound10120104897427997.jpg

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃ
জৈন্তাপুর উপজেলার শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

৭ অক্টোবর-২০২৪ খ্রি: সোমবার বিকেলে জৈন্তাপুরে হিন্দু ধর্মালম্বী জনগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ান (১৯ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুন্নবি (পিএসসি) বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনা মোতাবেক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)' র অধীনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হচ্ছে। দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক (ডিজি)'র নির্দেশ মোতাবেক দেশের সকল সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী। 

সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি নূরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র উপ-অধিনায়ক নজরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, অধ্যাপক মনোজ কুমার সেন, জৈন্তাপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিবারণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দুলাল দেব, প্রবীণ শিক্ষক আব্দুস শুক্রুর, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জৈন্তাপুর ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল।

এছাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি  সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...