বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে পুনরায় যোগদান করা-কে কেন্দ্র করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পক্ষে-বিপক্ষে দু'টি গ্রুপের মাঝে হাতাহাতি
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmQkcry7IT7Uo0KPENSTOfY0QEynFkbJdPuFewo4qQmxpP6GVaFi_AkpsPxeAWoVh5JvPo9Ojm6ki5Fd9G70J8JpHcklwLGndn-0MkgWzNjHchVDk8ugU12k4mFebhXiVhEwV12Dy0VgiGnmqHQMc_jWpMUEQuUsud1Qva7Vv3_bSSsG8Ehe8F0sMll_bt/s4096/inbound1130216794938716853.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmQkcry7IT7Uo0KPENSTOfY0QEynFkbJdPuFewo4qQmxpP6GVaFi_AkpsPxeAWoVh5JvPo9Ojm6ki5Fd9G70J8JpHcklwLGndn-0MkgWzNjHchVDk8ugU12k4mFebhXiVhEwV12Dy0VgiGnmqHQMc_jWpMUEQuUsud1Qva7Vv3_bSSsG8Ehe8F0sMll_bt/s4096/inbound1130216794938716853.jpg
শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলার বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে পুনরায় যোগদান করা-কে কেন্দ্র করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পক্ষে-বিপক্ষে দু'টি গ্রুপের মাঝে হাতাহাতি সংগঠিত হয়েছে।
এই ঘটনায় অন্তত ৬ জন ছাত্র আহত হয়ে জৈন্তাপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনিয়ে এলাকায় অঞ্চল ভিত্তিক কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর-২০২৪ খ্রি: রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
সম্প্রতি সময়ে দেশের রাজনৈতিক পট পরিবতর্নের ফলে বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের অপসারণ করার দাবী নিয়ে এই জঠিলতা সৃষ্টি হয়েছে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে আহত শিক্ষার্থীদের দেখতে জৈন্তাপুর হাসপাতালে ছুটে যান জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যান ফখরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
Comments
Post a Comment