ছবি: শাহজাহান কবির খান
শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: সিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের জোয়ানরা অভিযান পরিচালনা করে ২১ টি ভারতীয় চোরাই গরু জব্ধ করেছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি বলেন, অন্তর্র্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ২১ টি গরু প্রকাশ্য নিলামের মাধ্যমে ৪ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
Comments
Post a Comment