শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃ জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনি ১০৫ বস্তা এবং ১৩৮ বেতল ঔষধ সহ মোটর সাইকেল, ১টি নৌকা সহ ৩ জন আটক করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, ৬ জুলাই রাত সাড়ে ১১টায় উপজেলার সদরের নিজপাট মাহুতহাটি গ্রামের রাস্তায় চোরাকারবারীদের ধাওয়া করে ভারতীয় ১৩৮ বোতল চেতনা নাশক ঔষধ জব্ধ করে।
গোপন সংবাদ পেয়ে থানার এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কাটুন ভর্তি ভারতীয় ১৩৮ বোতল চেতনা নাশক ঔষধ সহ ১টি মোটর সাইকেল আটক করে।
পুলিশ ঔষধ ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রাত ১টায় গোপন সংবাদ পেয়ে এস আই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স উপজেলার ডুলটিরপাড় এলাকার পৃথক অভিযান করে ১০৫ বস্তা ভারতীয় চিনি ভর্তি ১টি নৌকা সহ ৩ জনকে আটক করা হয়।
গোয়াইনঘাট উপজেলার বাউনগ্রামের মৃত ফরজান আলীর পুত্র কটাই মিয়া, একই গ্রামের আজির উদ্দিনের পুত্র সিরাজ, আলীরগাঁও গ্রামের নিজাম উদ্দিনের পুত্র আতিক কে আটক করা হয়।
এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, পুলিশ সীমান্ত এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ পথে আসা ভারতীয় চিনি, মাদক, চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসছে। তিনি পৃথক দু'টি অভিযানে ১৩৮ বোতল ভারতীয় চেতনা নাশক ঔষধ সহ মোটর সাইকেল এবং ১টি নৌকা ভর্তি ১০৫ বস্তা চিনি সহ ৩ জনকে আটকের কথা স্বীকার করেন।
মামলা দায়ের করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
Post a Comment