Skip to main content

Posts

Showing posts from July, 2024

জৈন্তাপুরে কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী প্রযুক্তি মেলার সমাপনী পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট সাব-প্রজেক্ট সারী-গোয়াইন এফসিডিআই'র সাব প্রকল্পের আওতায় জৈন্তাপুর উপজেলায় তিন দিন ব্যাপী প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ৯ জুলাই মঙ্গলবার-২০২৪খ্রি: দুপুর ২টায় উপজেলা কমপ্লেক্স অভ্যন্তরে মাঠে এই প্রযুক্তি মেলার সমাপনী সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃৃষি অফিসার শামীমা আক্তার। এসময় আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সুনারা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল। সভায় বক্তারা বলেন, কৃষকগণ হচ্ছেন আমাদের দেশের প্রাণশক্তি। খাদ্য উৎপাদনে নতুন প্রযুক্তির ব্যবহার কাজে লাগিয়ে প্রান্তিক চাষীদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।   উপ-সহকারি ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো: শােয়েব উদ্দিনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন কৃষক আরিফ আহমদ। অনুষ্ঠানে উপজেলা কৃ...

জৈন্তাপুরে বন্যা দুর্গত দরবস্ত অঞ্চলে র‍্যাব মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদের ত্রাণ সামগ্রী বিতরণ

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)'র মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদ বলেছেন, বন্যা দুর্গত অসহায় মানুষের সহযোগিতার সরকার সব সময় জনগণের পাশে রয়েছে। সরকারের পাশাপাশি দেশের বন্যা কবলিত এলাকার অসহায় লোকজনের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাহিনী এগিয়ে এসেছে।  দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজ ও জাতি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতি'তে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)'র সকল সদস্যরা অঙ্গিকারাবদ্ধ।  তিনি বলেন, যেকোন দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রন্থ এলাকার মানুষের কল্যাণে এবং তাদের সহযোগিতায় রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান কে এগিয়ে আসা উচিত।  ৮ জুলাই-২০২৪ খ্রি: সোমবার দুপুর সাড়ে ১২টায়  জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ভাটি-অঞ্চল  হিসাবে পরিচিত সেনগ্রাম-কাঞ্জর গর্দ্দনা, তেলিজুরী এলাকার বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ কালে তিনি এসব কথা বলেন।  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯-সিলেটের সার্বিক সহযোগিতায় অত্র গর্দ্দনা অঞ্চলের ১৩ টি গ্রামের...

জৈন্তাপুর থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় চিনি সহ অবৈধ পথে আসা ঔষধ জব্ধ ! আটক-৩

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxKqzqdnuqIHVuQeUxaf2PXJrb7QsY9O7Ed01B2g4c8GZswItiNDXhyphenhyphenivIjLLSoYccWyn9W-3Eh3aJGUDWhPOf9oAjA4TQXG1BY_XlrEtkO-529Wx_D4ga-ToJWEzgaHo1RV2H8a7yGJ-Np4yUbV1HdB-CzOZhM_rZLm445bNgNoT1iVGJCWYEFT6DSvLJ/s1280/inbound4291283116490504215.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxKqzqdnuqIHVuQeUxaf2PXJrb7QsY9O7Ed01B2g4c8GZswItiNDXhyphenhyphenivIjLLSoYccWyn9W-3Eh3aJGUDWhPOf9oAjA4TQXG1BY_XlrEtkO-529Wx_D4ga-ToJWEzgaHo1RV2H8a7yGJ-Np4yUbV1HdB-CzOZhM_rZLm445bNgNoT1iVGJCWYEFT6DSvLJ/s1280/inbound4291283116490504215.jpg শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃ জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনি ১০৫ বস্তা এবং ১৩৮ বেতল ঔষধ সহ মোটর সাইকেল, ১টি নৌকা সহ ৩ জন আটক করেছে।  পুলিশ সূত্রে জানাগেছে, ৬ জুলাই রাত সাড়ে ১১টায় উপজেলার সদরের নিজপাট মাহুতহাটি গ্রামের রাস্তায় চোরাকারবারীদের ধাওয়া করে ভারতীয় ১৩৮ বোতল চেতনা নাশক ঔষধ জব্ধ করে। গোপন সংবাদ পেয়ে থানার এসআই আশরাফুল আলম স...