জৈন্তাপুরে কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী প্রযুক্তি মেলার সমাপনী পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত
শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট সাব-প্রজেক্ট সারী-গোয়াইন এফসিডিআই'র সাব প্রকল্পের আওতায় জৈন্তাপুর উপজেলায় তিন দিন ব্যাপী প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার-২০২৪খ্রি: দুপুর ২টায় উপজেলা কমপ্লেক্স অভ্যন্তরে মাঠে এই প্রযুক্তি মেলার সমাপনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃৃষি অফিসার শামীমা আক্তার। এসময় আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সুনারা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল। সভায় বক্তারা বলেন, কৃষকগণ হচ্ছেন আমাদের দেশের প্রাণশক্তি। খাদ্য উৎপাদনে নতুন প্রযুক্তির ব্যবহার কাজে লাগিয়ে প্রান্তিক চাষীদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। উপ-সহকারি ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো: শােয়েব উদ্দিনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন কৃষক আরিফ আহমদ। অনুষ্ঠানে উপজেলা কৃ...