জৈন্তাপুরে চারিকাটায় দি মেঘালয় চা-বাগানের লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে এলাকাবাসির মানববন্ধন কর্মসূচি পালন
শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে দি মেঘালয় চা-বাগান, খাদিজা বহুমূখি ফার্ম লি:'র নামে লীজ বাতিল সংক্রান্ত হাইকোর্টের (৪৩২০)/২০১১ইং'র স্থগিতাদেশ অমান্য করে দি মেঘালয় চা-বাগান কর্তৃপক্ষ এলাকার বসতবাড়ি উচ্ছেদ করে পুনরায় বাগানের কার্যক্রম পরিচালনা করার প্রতিবাদে এবং অবিলম্বে লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীন পরিবারের মধ্যে বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়ে চারিকাট এলাকার ৫টি গ্রামের বাসিন্দাগণ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে চারিকাটা ইউনিয়নের অসহায় গরীব ভূমিহীন পরিবারের মাঝে সরকারী জায়গা বন্দোবস্ত প্রদান করতে প্রশাসনের নিকট দাবী জানানো হয়েছে। অবিলম্বে দি মেঘালয় চা-বাগানের লীজ বাতিল করার দাবী'তে ভিত্রিখেল পাঁচ মৌজা অসহায় ভূমিরক্ষা ঐক্য পরিষদের উদ্যােগে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয় ।গত ২২ মে সোমবার সকাল ১১টায় লালাখাল-চতুল চারিকাটা ভিত্রিখেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সভপতিত্ব করেন প্রবীন মুরব্বি ওয়াজিদ আলী (মড়া)। সভায় বক্তব্য রাখেন চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ায়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, এলাকার বিশিষ্ট সমাজসেবী আলতাফ হোসেন বিলাল,সেলিম আহমদ, ইউপি সদস্য মনির আহমদ, মাস্টার সাইফুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, কামাল আহমদ ও আব্দুল হান্নান। মানববন্ধন শেষ বিক্ষোভ মিছিল করে চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিমের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এদিকে লীজ বাতিলের দাবি জানিয়ে এলাকাবাসির পক্ষ থেকে সম্প্রতি জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। এদিকে দি মেঘালয় চা-বাগানের লীজ বাতিলের দাবী জানিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় ভূমিহীন পরিবার অনেক প্রতিবাদ ও বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছেন।
Comments
Post a Comment