জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুুর উপজেলার দরবস্তে শিশু পাশবিক নির্যাতনের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক-কে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ৷
পুলিশ ও নির্যাতনের শিকার ভূক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, গত ২৫ ফেব্রুয়ারী সকালে দরবস্ত ইউনিয়নের রওজাতুল ইসলাম চাক্তা মাদ্রাসার অফিস রুমে একই প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিনের ছেলে মাওলানা মাসউদ আজহার (৪০) জোর পূর্বক পাশবিক নির্যাতন চালান ৷ ঘটনার শিকার শিশু ছাত্রী বাড়িতে গিয়ে পরিবারের নিকট ঘটনার বিষয়ে বিস্তারিত জানান।
এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক'র নিদের্শে পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করতে মাঠে নামে।
গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাঁ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাওলানা মাসউদ আজহার- কে আটক করে।
আটক মাওলানা মাসউদ আজহার থানা হেফাজতে রয়েছে ৷ এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক অভিযুক্ত কে আটকের বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে দরবস্ত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মাদ্রাসার মুহতামিম-কে আটক করা হয়েছে ৷ পাশবিক নির্যাতনের শিকার ভিকটিম-কে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
Comments
Post a Comment