বিশেষ প্রতিনিধি জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার (ইনচার্জ) ওমর ফারুক মোড়ল সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনকল্যাণে পুলিশের কাজ কে আর গতিশীল করতে তিনি জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ এখানে কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
গত ৩১ জানুয়ারী মঙ্গলবার রাতে থানার কনফারেন্স রুমে জৈন্তাপুর প্রেসক্লাব ও এখানে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে আয়েেজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিক সহ উপজেলার সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) মো: আব্দুল করিম। সভা পরিচালনা করেন সাব-ইন্সপ্রক্টর কাজী শাহেদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মো: আব্দুল করিম বলেন, পুলিশ জনগণের বন্ধু, অসহায় মানুষের সেবা করাই হচ্ছে পুলিশ প্রশাসনের কাজ। জৈন্তাপুর উপজেলার মর্যাদা অক্ষুন্ন রেখে এখানকার মানুষের কল্যাণে আমরা রাষ্ট্রীয় সেবা দেওয়ার জন্য কাজ করতে এসেছি। সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক সমাজ সহ সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিক সমাজ হচ্ছেন জাতির বিবেক আপনাদের লিখনীর মাধ্যমে সমাজের আসল চিত্র সবার সামনে প্রকাশ পেয়ে থাকে। তিনি সাংবাদিক নেতৃবৃন্দ সহ সবার সহযোগিতায় জৈন্তাপুর কে এগিয়ে নিতে সবাই-কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায়য় বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,সহ-সভাপতি সেলিম আহমদ,সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ,যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, সংবাদকর্মী সাইফুল ইসলাম বাবু।
এসময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, জৈন্তাপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্য সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment