শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী রৌটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু'র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ।
সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষানুরাগী রৌটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম ভুইয়া। সহকারী শিক্ষক দেলোয়ার হোসাইন'র পরিচালনায় সভায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা কৃষকলীগ আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউপি সদস্য ও জৈন্তাপুর প্রেসক্লাব সহ-সভাপতি সেলিম আহমদ,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুহেল আহমদ।
এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃতিষ চন্দ্ দাস, শিক্ষক কাবুল চন্দ্র পাল, আজিজ আহমেদ খালেদ, হুমায়ুন কবির, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জব্বার, সুশেন চন্দ্র দে, রুসনা বেগম, সমাজসেবী আব্দুল ছাত্তার,জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, শিক্ষক মুহিবুর রহমান। কোরআন তেলাওয়াত করেন স্কুলের ছাত্র ফাইম আহমদ।
সভায় বিদ্যালয়ের দাতা সদস্য হিসাবে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু-কে মনোনীত করে তাকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
Comments
Post a Comment