শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিল চালান সহ ১ জন কে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে গেছে, দীর্ঘ দিন হতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারত থেকে চোরাকারবারীরা মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসছে। মাদক নিয়ন্ত্রনে পুলিশ জৈন্তাপুরে নজরদারী সহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় গোপন সংবাদ পেয়ে পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
এসময় ১শত ৯৫ বোতল ভারতীয় ফেন্সীডিল সহ মাদক জব্ধ করে এবং ১জন ব্যবসায়ীকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল গ্রামের আব্দুল কুদুছ'র ছেলে মকবুল (২০)।
মাদক চালান'র ঘটনার সাথে জড়িত মামলার অপর আসামী জৈন্তাপুর ইউনিয়নের চাতলারপাড় গ্রামের আব্দুল জলিল ওরফে টুন্ডা জলিলের ছেলে আলমগীর হোসেন (২১), কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী (মিনাটিলা বিজিবি ক্যাম্প সংলগ্ন) মো. হাবিল মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুল মিয়া (১৮) এবং কেন্দ্রী গ্রামের রাকেশ (২০)। পুলিশ তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রাখছে।
এই ঘটনায় শুক্রবার মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মকবুল কে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ জানান,
উপজেলার বিভিন্ন পথ ব্যবহার করে চক্রটি ভারত হতে বাংলাদেশে মাদক সামগ্রী নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ২শত বোতল ফেন্সিডিল সহ ১জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
Comments
Post a Comment