শাহজাহান কবির খান জৈন্তাপুর সিলেট থেকেঃঃ সিলেটের জৈন্তাপুরের ১৯ বিজিবি জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের অভিযানে নিজপাট কমলাবাড়ী এলাকা হতে ১০টি ভারতীয় মহিষ আটক। এলাকাবাসী ও বিজিবি জৈন্তাক্যাম্প কমান্ডার সূত্রে যানা যায়, ১লা ডিসেম্বর সকাল অনুমান সাড়ে ৭টায় জৈন্তাপুর উপজেলা সীমান্তের কমলাবাড়ী ও টিপরাখলা এলাকায় বিজিকি অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় মহিষ আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এলাকাবাসী কামাল, জামাল, জুবায়ের সহ একাধিক ব্যক্তি জানান বেশ কিছুদিন ধওে দিন রাত সমান ভাবে উপজেলার কমলাবাড়ী, গোয়াবাড়ী, টিপলাখলা, ফুলবাড়ী, মরিছমারা এলাকাদিয়ে অবাধে ভারতীয় গরু মহিষ সহ নানা সমাগ্রী প্রবেশ করলেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। বিষয়টি ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের এলাকাবাসী অবহিত করেছে। এরপরও কোন কাজ হচ্ছে না। সংশ্লিষ্ট বাহিনীর পরিচয় দিয়ে একটি চক্র এসকল ভারতীয় গরু মহিষ ও পণ্য হতে টাকা আদায় করলেও নরিবতা পালন করছে সংশ্লিষ্টরা। এলাকাবাসীর অভিযোগ তাদের ক্ষেতের ফসল ধান সহ সব্জি নষ্ট হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে বিজিবির অভিযান একটি আই ওয়াস মাত্র। নতুবা জৈন্তাপুর বাজার, দরবস্ত বাজার ও হরিপুর বাজারে এসব ভারতীয় গরু মহিষ কিভাবে প্রবশে করছেবলে দাবী তুলেন। এনিয়ে কয়েক দফা চোরাকারবারীর সাথে ফসল মালিকের বাক বিতন্ডা হচ্ছে।
এবিষয়ে জানতে ১৯ বিজিবি’র জৈন্তাপুর রাজাবাড়ী ক্যাম্প কমান্ডার (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, সকালে অভিযান পরিচালনা করে ১০টি মহিষ আটক করে ক্যাম্পে রাখা হয়েছে। উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে কাষ্টম কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রয় করা হবে। মহিষ গুলো ক্যাম্পের হেফাজতে রয়েছে।
Comments
Post a Comment