শাহজাহান কবির খান জৈন্তাপুর সিলেট থেকে: জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: রফিক আহমদ বলেছেন, ফতেপুর ইউনিয়ন-কে-একটি মডেল ও আলোকিত অঞ্চল হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। সমতা ভিত্তিক সুন্দর সমাজ বির্নিমানের লক্ষে আমার প্রাণপ্রণ প্রচেষ্টা থাকবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে যে সম্মান দিয়েছেন জনগনের সেই আশা ও প্রত্যাশা পুরণ করতে আমি কাজ করে যাব। ইউনিয়নের বাগেরখাল রমজান রুপজান একাডেমি স্কুল এন্ড কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গতকাল ১লা ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় রমজান রূপজান বাগেরখাল একাডেমী স্কুল এন্ড কলেজের আয়োজনে গভনিং বডির সভাপতি ও ফতেপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: রফিক আহমদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠান ও এইচএসসি পরীক্ষাথর্ীদের বিদায় জানানো হয়। প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক জিয়াউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফয়সল আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের গভনিং বডির সভাপতি নবনির্বাচিত চেয়ারম্যান মো: রফিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ,উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, নবনির্বাচিত ইউপি সদস্য রফিক আহমদ, নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহমুদ আলী, শিক্ষক খায়রুল ইসলাম ও বদর উদ্দিন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি-কে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান এবং একটি সম্মননা স্মারক ক্রেষ্ট উপহার দেয়া হয়।
Comments
Post a Comment