Skip to main content

Posts

Showing posts from December, 2021

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় মহিষ আটক

শাহজাহান কবির খান জৈন্তাপুর সিলেট থেকেঃঃ সিলেটের জৈন্তাপুরের ১৯ বিজিবি জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের অভিযানে নিজপাট কমলাবাড়ী এলাকা হতে ১০টি ভারতীয় মহিষ আটক। এলাকাবাসী ও বিজিবি জৈন্তাক্যাম্প কমান্ডার সূত্রে যানা যায়, ১লা ডিসেম্বর সকাল অনুমান সাড়ে ৭টায় জৈন্তাপুর উপজেলা সীমান্তের কমলাবাড়ী ও টিপরাখলা এলাকায় বিজিকি অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় মহিষ আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এলাকাবাসী কামাল, জামাল, জুবায়ের সহ একাধিক ব্যক্তি জানান বেশ কিছুদিন ধওে দিন রাত সমান ভাবে উপজেলার কমলাবাড়ী, গোয়াবাড়ী, টিপলাখলা, ফুলবাড়ী, মরিছমারা এলাকাদিয়ে অবাধে ভারতীয় গরু মহিষ সহ নানা সমাগ্রী প্রবেশ করলেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। বিষয়টি ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের এলাকাবাসী অবহিত করেছে। এরপরও কোন কাজ হচ্ছে না। সংশ্লিষ্ট বাহিনীর পরিচয় দিয়ে একটি চক্র এসকল ভারতীয় গরু মহিষ ও পণ্য হতে টাকা আদায় করলেও নরিবতা পালন করছে সংশ্লিষ্টরা। এলাকাবাসীর অভিযোগ তাদের ক্ষেতের ফসল ধান সহ সব্জি নষ্ট হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে বিজিবির অভিযান একটি আই ওয়াস মাত্র। নতুবা জৈন্তাপুর বাজার, দর...

ফতেপুর ইউনিয়ন-কে আলোকিত অঞ্চলে হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন----- রফিক আহমদ

শাহজাহান কবির খান জৈন্তাপুর সিলেট থেকে: জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: রফিক আহমদ বলেছেন, ফতেপুর ইউনিয়ন-কে-একটি মডেল ও আলোকিত অঞ্চল হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। সমতা ভিত্তিক সুন্দর সমাজ বির্নিমানের লক্ষে আমার প্রাণপ্রণ প্রচেষ্টা থাকবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে যে সম্মান দিয়েছেন জনগনের সেই আশা ও প্রত্যাশা পুরণ করতে আমি কাজ করে যাব। ইউনিয়নের বাগেরখাল রমজান রুপজান একাডেমি স্কুল এন্ড কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  গতকাল ১লা ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় রমজান রূপজান বাগেরখাল একাডেমী  স্কুল এন্ড কলেজের আয়োজনে গভনিং বডির সভাপতি ও ফতেপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: রফিক আহমদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠান ও এইচএসসি পরীক্ষাথর্ীদের বিদায় জানানো হয়। প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও  শিক্ষক জিয়াউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফয়সল আহমদ।  অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে ব...