শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ জৈন্তাপুরে মডেল থানা পুলিশের সম্প্রীতি সমাবেশে বক্তব্যে বলেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার" শ্লোগানে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা রোধকল্পে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷২৪ অক্টোবর রোববার দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে নিজপাট ইউনিয়ন পরিষদের হল রুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া'র সভাপতিত্বে এবং এস.আই কাজী শাহেদ'র পরিচালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর সিলেটের কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মো. আব্দুল করিম ৷স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র দাশ ৷এছাড়া আরোও উপস্থিত ছিলেন পাপলু দে, শংকর দাশ, মনসুর আহমদ, শফিকুল হক, হুমায়ুন আহমদ, সাংবাদিক নূরুল ইসলাম, শাহজাহান কবির খান, রেজওয়ান করিম সাব্বির প্রমুখ ৷সভায় বক্তারা বলেন, একটি বিশেষ মহল তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে উপজেলায় বিভিন্ন ধর্মালম্বীদের অনুষ্ঠানকে টার্গেট করে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা ছড়িয়ে দিতে কাজ করছে ৷ জৈন্তাপুর উপজেলায় অধিবাসী, দলিত সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করে আসছে ৷ শারদীয় দূর্গাপুজায় আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় উপজেলায় সুন্দর ভাবে পুজা উদযাপন সম্ভব হয়েছে ৷
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি বছরে অবসর গ্রহন করা মোট ৩১ জন প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকাগণের সম্মানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। (১১ মে-২০২৪ খ্রি:) শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তন...
Comments
Post a Comment