শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ জৈন্তাপুরে মডেল থানা পুলিশের সম্প্রীতি সমাবেশে বক্তব্যে বলেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার" শ্লোগানে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা রোধকল্পে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷২৪ অক্টোবর রোববার দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে নিজপাট ইউনিয়ন পরিষদের হল রুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া'র সভাপতিত্বে এবং এস.আই কাজী শাহেদ'র পরিচালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর সিলেটের কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মো. আব্দুল করিম ৷স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র দাশ ৷এছাড়া আরোও উপস্থিত ছিলেন পাপলু দে, শংকর দাশ, মনসুর আহমদ, শফিকুল হক, হুমায়ুন আহমদ, সাংবাদিক নূরুল ইসলাম, শাহজাহান কবির খান, রেজওয়ান করিম সাব্বির প্রমুখ ৷সভায় বক্তারা বলেন, একটি বিশেষ মহল তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে উপজেলায় বিভিন্ন ধর্মালম্বীদের অনুষ্ঠানকে টার্গেট করে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা ছড়িয়ে দিতে কাজ করছে ৷ জৈন্তাপুর উপজেলায় অধিবাসী, দলিত সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করে আসছে ৷ শারদীয় দূর্গাপুজায় আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় উপজেলায় সুন্দর ভাবে পুজা উদযাপন সম্ভব হয়েছে ৷
শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে। গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...
Comments
Post a Comment