শাহজাহান কবির খান জৈন্তাপুরঃঃ মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে খুলে দেওয়া হলো। নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। ২০২০ সালের ১৮ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তৎসময়ে করোনা ভাইরাসের সংত্রুমন ও মৃত্যুর হার ছিল উর্ধগতি। এর পর থেকে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা আসলেও পরিস্থিতি পর্যবেক্ষণে তা সম্ভব হয়নি। সর্ব শেষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১বছর ৬মাস ১দিন পর ১২ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ফিরে এলো তাদের প্রিয় ক্যাম্পাসে। রোববার সকাল থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা ক্লাস’র রুটিসহ স্বাস্থ্যবিধি অনুসরণের উপর শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। প্রতিটি স্কুলে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান পানি দিয়ে হাত ধুয়ার ব্যবস্থা। জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীদের ভিটামিন-সি টেবলেট খাওয়ানো হয়। শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা জানায়, আমরা বিগত দিনগুলোতে স্কুলে আ...
All news of Jaintapur and Sylhet.