Skip to main content

Posts

Showing posts from September, 2021

জৈন্তাপুরের শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের পদভারে মুখরিত

শাহজাহান কবির খান জৈন্তাপুরঃঃ মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে খুলে দেওয়া হলো। নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। ২০২০ সালের ১৮ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তৎসময়ে করোনা ভাইরাসের সংত্রুমন ও মৃত্যুর হার ছিল উর্ধগতি। এর পর থেকে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা আসলেও পরিস্থিতি পর্যবেক্ষণে তা সম্ভব হয়নি। সর্ব শেষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১বছর ৬মাস ১দিন পর ১২ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ফিরে এলো তাদের প্রিয় ক্যাম্পাসে। রোববার সকাল থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা ক্লাস’র রুটিসহ স্বাস্থ্যবিধি অনুসরণের উপর শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। প্রতিটি স্কুলে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান পানি দিয়ে হাত ধুয়ার ব্যবস্থা। জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীদের ভিটামিন-সি টেবলেট খাওয়ানো হয়। শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা জানায়, আমরা বিগত দিনগুলোতে স্কুলে আ...

সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে অনিয়ম-দূর্নীতির উর্ধে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে....প্রবাসী কল্যাণ মন্ত্রী

শাহজাহান কবির খান জৈন্তাপুরঃঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। নিয়মতান্ত্রিক ভাবে কাজ না করলে কাংখিত লক্ষ্যে পৌছা যাবে না। প্রশাসনে জনবল সংকট সহ বিভিন্ন রকম সমস্যা রয়েছে, এক্ষেত্রে প্রতিটি দপ্তর থেকে উর্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং একই সাথে আমাকেও অবগত করতে পারেন। যতক্ষন না খারাপ প্রমান হয়েছে ততক্ষন আমরা সবাই ভাল মানুষ। মনে রাখতে হবে সরকারী চাকুরীজি হলেও আপনারা জনগনের সেবক। কাজে ফাকি, অবহেলা, অনিয়ম ও দূর্নীতির উর্ধে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আইনশৃংখলার উপর মন্ত্রী বলেন এক সময় থানায় শুধু এসআই মর্যাদার একজন কর্মকর্তা ছিল। কিন্তু বর্তমানে এএসপি সহ একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পুলিশ অপরাধ দমনে জনগনের সহায়তা নিতে হবে। কারন অনেক সময় দেখা যায় পুলিশ যেখানে ব্যর্থ হয়েছে সেখানে জনগন এগিয়ে এসেছে। বিদ্যুৎ বিভাগের সমালোচনা করে বলেন কাগজে কলমে জৈন্তাপুর উপজেলা শতভাগ বিদ্যুতায় হয়েছে, কিন্তু এখনো অনেক পরিবার বিদ্যুৎ সুবিধা পায়নি। ...

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল এক আরোহী নিহত, বাবার এক মাএ ছেলে শাহরিয়া

জৈন্তাপুরে মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক তরুণ মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। নিহত হলেন, জৈন্তাপুর দরবস্ত ইউনিয়নের রনিফৌদ এলাকার  আব্দুল্লাহ ড্রাইভারের পুত্র শাহরিয়া (২৫) #স্থানীয়রা জানান, শাহরিয়া সারীঘাট বাজার হতে বাড়ি ফেরার পথে তামাবিল সড়কের পাথর ঘাট মসজিদ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী (সিলেট-জ)১১-০৪০২ বাসের সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাহরিয়ার মারা যান। ছেলেটি নিজেও একজন ড্রাইভার ছিলেন।