শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকে:: জৈন্তাপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর’র উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপি এক প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়। ৫ জুন শনিবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে এই প্রদর্শণীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, প্রচার সম্পাদক শাহাজান কবীর খান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন লাইভস্টক অফিসার সাইফ আহমদ, আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, সমাজ সেবক সামছু উদ্দিন, কৃষক মাক্কু মিয়া প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
প্রদর্শণীতে বিভিন্ন পর্যায়ের ৩০ টি স্টল এসেছে। এর মধ্যে রয়েছে গরু, ছাগল, বেড়া, হাসঁ-মুরগি,কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণি।
Comments
Post a Comment