শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে জৈন্তাপুর উপজেলায় ১শ ১২ পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন এর পর জৈন্তাপুর উপজেলায় ২য় পর্যায়ের ১শ ১২ পরিবারকে জমির দলিল প্রদান করা হয়।
জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে
গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার (ভুমি) ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল হক সরকার, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সালাউদ্দিন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম , নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল,দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার "ভূমিহীন ও গৃহহীন" ঘর নির্মাণ কারক স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল শরীফ, আমীন আহমদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Comments
Post a Comment