Skip to main content

Posts

Showing posts from June, 2021

কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার জন্য তিনি যুব সমাজের প্রতি আহবান জানান-----ইমরান আহমদ এমপি

শাহাজাহান কবির খানঃঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন আমরা যদি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে চাই তা হলে ধৈর্যহারা হলে চলবে না। কারণ করোনাকালীন সময়টা অপেক্ষা করতে হবে। জৈন্তাপুরে টিটিসির ট্রেনিং কার্যত্রুম শুরু হতে আরো এক থেকে দেড় বছর লাগতে পারে এবং সিলেটে ট্রেনিং সেন্টারে বিদেশ যাত্রীদের ট্রেনিং দেওয়া হচ্ছে। কেউ যদি মনে করেন ঘরে বসে ট্রেনিং নিবেন তা হলে আপনার বিদেশ যাওয়া হবে না। জৈন্তাপুরে আগামী অর্থ বছরে প্রবাসীদের জন্য ট্রেনিং সেন্টার’র কাজ শুরু হবে। । আন্দোল করুন জৈন্তাপুরে ইকোনমিক জোন চালু করার জন্য, গ্যাস ফিল্ডে চাকুরীর জন্য গেইটে গিয়ে আন্দোলন করা লাগবে না। অর্থনৈতিক জোনের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমার একাধিকবার কথাও হয়েছে। নিজের কর্মসংস্থান নিজে করার চেষ্টা করুন এবং কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার জন্য তিনি যুব সমাজের প্রতি আহবান জানান। তিনি বিভিন্ন দাবী প্রেক্ষিতে বলেন উপর শ্রণীর মানুষের কিছু ক্ষতি হলেও গরীবের জন্য কিছু করেন। কোয়ারীতে কাজ করে বিভিন্ন স্থানের মানুষ, এদেরকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে হবে, পেশ...

জৈন্তাপুর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ের ঘর হস্তান্তর

শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ   মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে জৈন্তাপুর উপজেলায় ১শ ১২ পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন এর পর জৈন্তাপুর উপজেলায় ২য় পর্যায়ের ১শ ১২ পরিবারকে জমির দলিল প্রদান করা হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার (ভুমি) ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল হক সরকার, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সালাউদ্দিন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি  শাহেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,প্রচার সম্পাদক সিরাজুল...

জৈন্তাপুরে প্রান্তিক কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে ধান সংগ্রহে উপজেলা প্রশাসন

শাহজাহান কবীর খান, জৈন্তাপুর (সিলেট) থেকে :: সরকারী জৈন্তাপুরে প্রান্তিক কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে ধান সংগ্রহে উপজেলা প্রশাসনভাবে ধান সংগ্রহে এবার ব্যতিত্রুমী উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এত দিন কৃষক তার উৎপাদিত ফসল ধান নিয়ে বিত্রিুর জন্য সরকারী খাদ্য গুদামে আসলেও এবার সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা বাড়ী বাড়ী যাচ্ছেন ধান সংগ্রহের জন্য। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি বিভাগ ও খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে প্রতিটি গ্রামে প্রান্তিক কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে ধান সংগ্রহ শুরু হয়েছে।  চলতি মৌসুমে ৬১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্র নিয়ে গতকাল ৬ জনু রোববার ১২৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা গ্রামে সকাল ১০টায় বেশ কয়েকজন কৃষকের বাড়ী থেকে ধান ত্রুয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) সুব্রত তালুকদ...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের দিনব্যাপি প্রদর্শণী

শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকে:: জৈন্তাপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর’র উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপি এক প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়। ৫ জুন শনিবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে এই প্রদর্শণীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, প্রচার সম্পাদক শাহাজান কবীর খান।  অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন লাইভস্টক অফিসার সাইফ আহমদ, আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, সমাজ সেবক সামছু উদ্দিন, কৃষক মাক্কু মিয়া প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শণীর আনুষ্ঠানিক...

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...