শাহাজাহান কবির খানঃঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন আমরা যদি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে চাই তা হলে ধৈর্যহারা হলে চলবে না। কারণ করোনাকালীন সময়টা অপেক্ষা করতে হবে। জৈন্তাপুরে টিটিসির ট্রেনিং কার্যত্রুম শুরু হতে আরো এক থেকে দেড় বছর লাগতে পারে এবং সিলেটে ট্রেনিং সেন্টারে বিদেশ যাত্রীদের ট্রেনিং দেওয়া হচ্ছে। কেউ যদি মনে করেন ঘরে বসে ট্রেনিং নিবেন তা হলে আপনার বিদেশ যাওয়া হবে না। জৈন্তাপুরে আগামী অর্থ বছরে প্রবাসীদের জন্য ট্রেনিং সেন্টার’র কাজ শুরু হবে। । আন্দোল করুন জৈন্তাপুরে ইকোনমিক জোন চালু করার জন্য, গ্যাস ফিল্ডে চাকুরীর জন্য গেইটে গিয়ে আন্দোলন করা লাগবে না। অর্থনৈতিক জোনের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমার একাধিকবার কথাও হয়েছে। নিজের কর্মসংস্থান নিজে করার চেষ্টা করুন এবং কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার জন্য তিনি যুব সমাজের প্রতি আহবান জানান। তিনি বিভিন্ন দাবী প্রেক্ষিতে বলেন উপর শ্রণীর মানুষের কিছু ক্ষতি হলেও গরীবের জন্য কিছু করেন। কোয়ারীতে কাজ করে বিভিন্ন স্থানের মানুষ, এদেরকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে হবে, পেশ...
All news of Jaintapur and Sylhet.