শাহজাহান কবির খান, জৈন্তাপুরঃঃ প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে এক আকস্মিক, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার শিকার হয়েছেন। এরপর মামলা দিয়ে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে সচিবালয়ে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে জৈন্তাপুর প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাত আটটায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ। সভায় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে রোজিনা ইসলাম কে মুক্তি দেওয়ার দাবি জানান। সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম প্রচার সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নুরুল ইসলাম, আবুল হোসেন মো. হানিফ, রেজওয়ান করিম শাব্বির, সাংবাদিক নাজমুল ইসলাম, সালমান শাহ।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি বছরে অবসর গ্রহন করা মোট ৩১ জন প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকাগণের সম্মানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। (১১ মে-২০২৪ খ্রি:) শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তন...
Comments
Post a Comment