Skip to main content

Posts

Showing posts from May, 2021

জৈন্তাপুরে অটোরিকশা ও লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত ৭

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত বারইকান্দি নামক স্থানে লেগুনা ও ব্যাটারী চালিত টমটম সংঘর্ষে ১জন নিহত এবং ৭জন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে যানাযায়, বুধবার (২৬ মে) বিকাল সাড়ে ৩টায় দরবস্ত বাজার হতে ছেড়ে আসা ব্যাটারী চালিত টসটমকে দরবস্ত বাজার হতে ছেড়ে আসা লেগুনা (সিলেট মেট্রো ছ ১১-০০৩৪ ) ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে ৷ দূর্ঘটনায় নিহত হন গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের সফর আলীর ছেলে ইমাম উদ্দিন (৫০) ৷ আহতরা হলেন কানাইঘাট উপজেলার সুরাইঘাট গ্রামের মো. আব্দুল্লাহ (৪৫), জৈন্তাপুর উপজেলার আগফৌদ পাঁচ সেউতী গ্রামের রফিক আহমদের ছেলে আক্তার (২২), একই উপজেলার দরবস্ত ইউনিয়নের বিছনাটেক গ্রামের হোসেন মিয়ার ছেলে মোফাজ্জিল আহমদ (৩০) গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়া গ্রামের মানিক আহমদের ছেলে কাওছার আহমদ (২২), একই উপজেলার গোয়াইনগ্রামের মাসুক আহমদের ছেলে জিল্লুর রহমান (২৫), একই উপজেলার সতি গ্রামের মকদ্দছ মিয়ার ছেলে নুরুজ্জামান (৪০) ৷ এদিকে সারীঘাটে ট্রাকের ট্রায়ার ব্লা-স্ট করে একজন আহত হয়েছেন তার নাম কামাল আহমদ (২৫) উনার বাড়ি সরুফৌদ সারীঘাট। স্থা...

রোজিনা ইসলাম কে সচিবালয়ে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে জৈন্তাপুর প্রেসক্লাব

শাহজাহান কবির খান, জৈন্তাপুরঃঃ প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে এক আকস্মিক, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার শিকার হয়েছেন। এরপর মামলা দিয়ে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে সচিবালয়ে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে জৈন্তাপুর প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাত আটটায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ। সভায় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে  সচিবালয়ে   হেনস্তা ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে রোজিনা ইসলাম কে মুক্তি দেওয়ার দাবি জানান। সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম প্রচার সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নুরুল ইসলাম, আবুল হোসেন মো. হানিফ, রেজওয়ান করিম শাব্বির, সাংবাদিক নাজমুল ইসলাম, সালমান শাহ।

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ

শাহজাহান কবির খান জৈন্তাপুর সিলেটঃঃ  জৈন্তাপুরে সড়ক দূর্ঘটায় নিহত’র পরিবারের খোজখবর নিতে তাদের বাড়ীতে আসেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সেত্রেুটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গত ২ মে সিলেট তামাবিল মহা-সড়কের ফেরীঘাটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলার রূপচেং গ্রামের সিএনজি চালক হোসেন আহমদ, জামাল উদ্দিনের স্ত্রী, এক ছেলে. এক মেয়ে ও ছোট বোন’র শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ৪ মে মঙ্গলবার দুপুর ২টায় নেতৃবৃন্দ প্রত্যেকের বাড়ীতে যান। এসময় কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে জামাল উদ্দিনের   পরিবারকে ১লক্ষ টাকা, তার ছোট বোনের পরিবারকে ৫০ হাজার টাকা ও সিএনজি চালক হোসেন আহমদের পরিবারকে ৫০হাজার টাকার নগদ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট-জকিগঞ্জের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জামায়াতে ইসলামীর সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা উত্তরের আমীর আনোয়ার হোসনে খান, জেলা উত্তরের নায়েবে আমীর ফয়জুল্লাহ বাহার, সিলেট জেলা উত্তরের সেত্রেুটারী ও জৈন্তাপুর উ...