শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত বারইকান্দি নামক স্থানে লেগুনা ও ব্যাটারী চালিত টমটম সংঘর্ষে ১জন নিহত এবং ৭জন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে যানাযায়, বুধবার (২৬ মে) বিকাল সাড়ে ৩টায় দরবস্ত বাজার হতে ছেড়ে আসা ব্যাটারী চালিত টসটমকে দরবস্ত বাজার হতে ছেড়ে আসা লেগুনা (সিলেট মেট্রো ছ ১১-০০৩৪ ) ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে ৷ দূর্ঘটনায় নিহত হন গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের সফর আলীর ছেলে ইমাম উদ্দিন (৫০) ৷ আহতরা হলেন কানাইঘাট উপজেলার সুরাইঘাট গ্রামের মো. আব্দুল্লাহ (৪৫), জৈন্তাপুর উপজেলার আগফৌদ পাঁচ সেউতী গ্রামের রফিক আহমদের ছেলে আক্তার (২২), একই উপজেলার দরবস্ত ইউনিয়নের বিছনাটেক গ্রামের হোসেন মিয়ার ছেলে মোফাজ্জিল আহমদ (৩০) গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়া গ্রামের মানিক আহমদের ছেলে কাওছার আহমদ (২২), একই উপজেলার গোয়াইনগ্রামের মাসুক আহমদের ছেলে জিল্লুর রহমান (২৫), একই উপজেলার সতি গ্রামের মকদ্দছ মিয়ার ছেলে নুরুজ্জামান (৪০) ৷ এদিকে সারীঘাটে ট্রাকের ট্রায়ার ব্লা-স্ট করে একজন আহত হয়েছেন তার নাম কামাল আহমদ (২৫) উনার বাড়ি সরুফৌদ সারীঘাট। স্থা...
All news of Jaintapur and Sylhet.