শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস:: সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের ডাউকি নদী থেকে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ডাউকি নদীর নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয় এলাকার লোকজন জাফলংয়ের নয়াগাঙ্গেরপাড় এলাকার নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মহসিন ভূইয়া ও আব্দুল আহাদ, এএসআই রুহুল আমিনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মরদেহের সুরতাহাল রিপোর্ট তৈরি করেন। খবর পেয়ে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ অজ্ঞাত একটি মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, জাফলংয়ের নয়াগাঙ্গের পাড় নদীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
😱😱
ReplyDelete