Skip to main content

Posts

Showing posts from October, 2022

জৈন্তাপুরে প্রাণিসম্পদ বিভাগ আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভেড়া বিতরণ

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস::  জৈন্তাপুর উপজেলার বিভন্ন ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত সমাজের অসহায় হতদারিদ্র  প্রান্তিক জনগোষ্টীর মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে। গত ১৭অক্টোবর সোমবার  সকাল ১১টায় উপজেলা সদরে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে এসব ভেড়া বিতরণ করা হয়।  হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরবস্ত,চারিকাটা, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নে নির্বাচিত ১শত পরিবারের সুফলেভাগী (নারী-পুরুষ) মধ্যে এসব ভেড়া ছাগল বিতরণ করা হয়। ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা: আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকতা শেখ মোহাম্মদ মাসুদ রানা, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার  (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান।  অনুষ্ঠানে ৪টি ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টা করে ২শত ভেড়া ছাগল বিতরণ করা হয়।

জৈন্তাপুরে পুলিশের হাতে ফেন্সিডিল চালান সহ আটক ১জন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিল চালান সহ ১ জন কে আটক করা হয়েছে।  পুলিশ সূত্রে গেছে, দীর্ঘ দিন হতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারত থেকে  চোরাকারবারীরা মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসছে। মাদক নিয়ন্ত্রনে পুলিশ জৈন্তাপুরে নজরদারী সহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।  গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় গোপন সংবাদ পেয়ে পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় ১শত ৯৫ বোতল ভারতীয় ফেন্সীডিল সহ মাদক জব্ধ করে এবং ১জন ব্যবসায়ীকে আটক করে।   আটক মাদক ব্যবসায়ী  জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল গ্রামের আব্দুল কুদুছ'র ছেলে মকবুল (২০)।  মাদক চালান'র ঘটনার সাথে জড়িত মামলার অপর আসামী জৈন্তাপুর ইউনিয়নের চাতলারপাড় গ্রামের আব্দুল জলিল ওরফে টুন্ডা জলিলের ছেলে আলমগীর হোসেন (২১), কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী (মিনাটিলা বিজিবি ক্যাম্প সংলগ্ন) মো. হাবিল মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুল মিয়া (১৮) এবং কেন্দ্রী গ্রামের রাকেশ (২০)। পুলিশ তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রাখছে।...