Skip to main content

Posts

Showing posts from August, 2022

১৯৮৫ সালে জৈন্তাপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন সিরাজ উদ্দিন আহমদ

জৈন্তা এক্সপ্রেস  শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির প্রাক্তন সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব  সিরাজ উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন  (ইন্নাল্লিহ--- রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৫ বছর। গত ২৪ আগস্ট বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নিজ বাসায় স্থানীয় সময় সকাল ১১টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ পুত্র,২ কন্যা সন্তান, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।  সিরাজ উদ্দিন আহমদের সংক্ষিপ্ত জীবনী  তিনি ১৯৪৭ সালের ২৮ ফেব্রুয়ারি  সিলেটের জৈন্তাপুর থানা সদরের চুনাহাটি মহল্লায় জন্মগ্রহণ করেন।  পিতা মরহুম আব্দুর রশিদ, মাতা মরহুমা হামিদা খাতুন। তাঁর শিক্ষা জীবন শুরু হয় জৈন্তাপুর এম.ই স্কুল (বর্তমান জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়)। তিনি হরিপুর বহুমখী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে ভর্তি হয়ে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। তবে ১৯৬৪ সালে সেন্ট্রাল জৈন্তা হাইস্কুলের অধীনে তিনি...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...

জাতীয় শোক দিবসে জৈন্তাপুর সীমান্তে বিজিবি'র উদ্যােগে গরীব ও দু:স্থদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

জৈন্তা এক্সপ্রেসঃঃ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর এলাকার অসহায় গরীব  জনসাধারণের মধ্যে   বিজিবি’র সদর দপ্তরের নির্দেশনায় সিলেট সদর  সেক্টর কর্তৃক ৪৮বিজিবি ডিবির হাওর সীমান্তের বিশেষ ক্যাম্পের আওতাধীন বসবাসরত ২৫০টি গরীব ও দু:স্থদের মাঝে খাদ্য সহায়তা  বিতরণ করা হয়েছে।  গত ১৫ আগষ্ট সোমবার বিকেল ৪টায় ডিবির হাওর  ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান (বিজিবিএম,পিএসসি) ৪৮বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী,, উপ- অধিনায়ক  মেজর বি এম সামিন মনোয়ার, ডিবির হাওর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তরিকুল ইসলাম। এছাড়া বিজিবি'র সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন এবং জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।