শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুরে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় ৫দফা দাবী তুলে ধরেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন এম.এ। তিনি বলেন জৈন্তাপুর উপজেলাবাসীর কল্যাণে এই ৫দফা দাবী বাস্তবায়ন এখন সময়ের দাবী। এর মধ্যে প্রথমত ১নং নিজপাট ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ। দ্বিতীয়, বেকারত্ব দূরীকরন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনতিবিলম্বে হরিপুরে প্রস্তাবিত ইকোনমিক জোন বাস্তবায়ন। তৃতীয়, যেহেতু ভৌগলিক কারনে হরিপুরের সাথে গোয়াইনঘাট-কানাইঘাট ও সিলেট শহর এবং সদর উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম ঘটে, যার ফলে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হরিপুর বাজারে পুলিশের একটি সাব-ষ্টেশন স্থাপন করা একান্ত প্রয়োজন। চতুর্থ, হরিপুর বাজারের সাম্প্রতিক সংঘর্ষে খুন ও জ্বালাও-পোড়াও ঘটনায় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় লীজ বাতিল করে একটি তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। পঞ্চম, বিগত দিনে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলো পূণর্বাসনের ব্যবস্থা করা। উপজেলা ভাইস চেয়ারম্যান’র দাবী সম্বলিত বক্তব...