Skip to main content

Posts

Showing posts from November, 2021

জৈন্তাপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলায় ২৮ নভেম্বর  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক। সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ফারুক আহমেদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, মৎস্য কর্মকর্তা শেখ মোঃ মাসুদ রানা, ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শাহাজাহান কবীর খান প্রমুখ।

জৈন্তাপুর আসামপাড়ায় পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় পাথর ক্রাশার মিল মালিক ব্যবসায়ী সমিতি ও শ্রমিকদের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  ৭ নভেম্বর রোববার সকাল ১১টায় আসামপাড়া এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট পাথর ব্যবসায়ী মো: সেলিম চৌধুরী। সভা পরিচালনা করেন ৪নং বাংলা বাজার শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আফজালুর রহমান।  সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নাম ব্যবহার করে সংগঠনের একাংশ সদস্য পাথর ক্রাশার মিল মালিক ব্যবসায়ীদের উপর বিভিন্ন ভাবে চাপা প্রয়োগ করে অবৈধ ভাবে বিশেষ সুবিধা আদায় করতে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আসামপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মো: আব্দুন নুর ও সোহেল আহমদ-কে হেয়প্রতিপন্ন ও তাদের সামাজিক মর্যাদা এবং সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বেলচা শ্রমিক সহ সব শ্রমিকগণ আমাদের ব্যবসার মুল চালিকা শক্তি। শ্রমিকদের স্বার্থ রক্ষা ও তাদের কল্যাণে আমরা কাজ করছি। মুলত: ট্রাক চালকগণ পাথর লোড-আনলোড কাজে বেলচা শ্রমিক সাথে নিয়ে ...