Skip to main content

Posts

Showing posts from August, 2021

জৈন্তাপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দ'র সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

শাহজাহান কবির খান জৈন্তাপুরঃঃ  সিলেট জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ'র মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ১১টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক চাষীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ২৯ আগষ্ট থেকে উপজেলার হাওর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তসহ সপ্তাহব্যাপি কর্মসূচি পালিত হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুল হালিম, গোলাম সরওয়ার বেলাল, শাহাজাহান কবীর খান, নুরুল ইসলাম, শোয়েব উদ্দিন, এম.এম রুহেল প্রমূখ।

ফেরিঘাট বড়'গাং বালু ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ জৈন্তাপুর ফেরিঘাট বড়গাং বালু উত্তোলন ও সরবরাহকারী ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার  উপজেলা ফেরিঘাট ট্রাক পিকাআপ কাভার্ড ভ্যান সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেলে ৪ পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট২১৫৯ এর অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা উপ কমিটির সভাপতি আশিকুর রহমান (আশিক) সহকারী নির্বাচন কমিশনার মোঃ মজিদুল হক মজিদ, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন যুবলীগ নেতা মোঃ মাসুদ আহমদ,ও সহকারি প্রিজাইডিং অফিসার মোঃ রহিম উদ্দিন মাস্টার, নির্বাচন চলাকালীন পরিদর্শন করেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহি সম্রাট, বিশিষ্ট মুরব্বি ইসুব আলী মেম্বার এবং মোঃ কামরুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম বিশিষ্ট শ্রমিক নেতা মোস্তফা কামাল, মোঃ মামুনুর রশীদ ও সিরাজ উদ্দিন, আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন করা হয়। নব নির্বাচিত কমিটির নাম সভাপতি  মোঃ আব্দুস সালাম, সহ সভাপতি শেখর ব...

জৈন্তাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

শাহজাহান কবির খানঃঃ যথাযোগ্য মর্যাদায় জৈন্তাপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ আগষ্ট রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, অর্থ সম্পাদক মীর শোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিপেদ্র কুমার দে, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, আওয়ামিলীগ নেতা জাকারিয়া মাহমুদ, নুরুল ইসলাম মনজুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমাম উদ্দিন, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী কবির আহমদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

জৈন্তাপুর গোয়াবাড়ি বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচ

জৈন্তা এক্সপ্রেসঃঃ যুব সমাজকে চিত্তবিনোদন দিয়ে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার্থে শুক্রবার জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ঠান্ডাপানি পুরস্কার দিয়ে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিবাহিত দলকে ১-০ গেমসে পরাজিত করে অবিবাহিত দল বিজয়ী হয়েছে।

জৈন্তাপুর উপজেলা যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকে:: জৈন্তাপুর উপজেলা যুবলীগ আয়োজিত সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ও জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরি হক এর রোগমুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ আগষ্ট  বুধবার বাদ জোহর উপজেলা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং  উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ,যুগ্ম আহবায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন, শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সালাউদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ প্রকল্প জসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল আহমদ, আওয়ামীলীগের প্রচার-সম্পাদক সিরাজুল ইসলাম, জলাল মেম্বার, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, বাদশা মিয়া,জুয়েল আহমদ ডালিম,কামরান আহমদ, সুমন আহমদ, নাছির উদ্দীন রাসেল,লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, চিকনাগুল যুবলীগের ইউ/পি সভাপতি সামিম আহমদ, সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস ,ফতেপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক খালিক মিয়া, বাংলাদেশ ছ...