Skip to main content

Posts

Showing posts from February, 2021

জৈন্তাপুরে বুনার্জী জাতিসমাজের মহাসম্মেলন অনুষ্ঠিত

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ  বাংলাদেশে প্রায় ২শ বছরেরও অধিক সময় ধরে উৎকলী সম্প্রদায়ভূক্ত বুনার্জী জাতিস্বত্তার বসবাস। দেশের প্রত্যন্ত গ্রাম ও বিভিন্ন চা বাগানে বসবাসরত বুনার্জীর সংখ্যা প্রায় ৯৪ হাজারেরও বেশি। এই জাতির রয়েছে নিজস্ব ভাষা ও ভিন্ন রকম সংস্কৃতি। অস্বচ্ছল ও অনগ্রসর এই জাতিস্বত্তার অধিকাংশ মানুষই চা বাগানে কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করে। কিন্তু কালের বিবর্তনে এখন তাদের কৃষ্টি-সংস্কৃতি প্রায় হারিয়ে যাওয়ার পথে। নূন্যতম মজুরীর কারণে অনেক সময় তারা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। সরকারী পৃষ্ঠপোষকতার অভাবে বুনার্জীরা এখনো অনগ্রসর জাতি। মৌলিক অধিকার সুরক্ষার পাশাপাশি সকল ক্ষেত্রে বুনার্জী জাতির জন্য ৫% কোটা নির্ধারনের জন্য সরকারের প্রতি আহবান জানান। জৈন্তাপুর উপজেলার লালাখাল চা বাগানে রোববার সকাল ১১টায় স্থানীয় ফুটবল মাঠে আয়োজিত বাংলাদেশ বুনার্জী জাতিসমাজ’র মহাসম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা উপেন্দ্র বুনার্জীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুনার্জী জাতিসমাজ কেন্দ্রীয় পরিষদের মহাপরিচালক ও শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়ন পরিষদের চে...