শাহজাহান কবির খান, জৈন্তাএক্সপ্রেঃঃ জৈন্তাপুর উপজেলার শুক্রবারী বাজার জাপার কার্যালেয় পবিত্র কোরআন খতম, দোযা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেরা শ্রমিক পার্টির সভাপতি ও জাপানেতা মকবুল আলীর সভাপতিত্বে ও শ্রমিকনেতা হাজি বাদশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম, সিলেট জেলা জাপার সাবেক সাংস্কৃতিক ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ সম্রাট, জেলা যুব সংহতি নেতা সেলিম আহমদ আব্দুল আহাদ , তরুন পার্টির জেলা যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটি সিলেট বিভাগীয় কমিটির সদস্য আব্দুল জলিল, জাহাঙ্গীর মেম্বার, গিয়াস উদ্দিন, শ্রমিক পার্টির নেতা আমিন আহমদ, মুহিবুর রহমান, জালাল উদ্দীন, নয়ন প্রমুখ। পবিত্র কোরআন খতম শেষে দোয়া পরিচালনা করেন অংশ নেন শুক্রবারী বাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির।
All news of Jaintapur and Sylhet.